আমি এক নগ্ন। জৈবিক উত্তাপে মাটির নিচে
প্রচন্ড গোরস্থান খুঁজি আঙ্গুল ভেঙ্গে।
কখনো গোরবাসি হই, আবার কখনো উঠে আসি
সাড়ে তিন হাত মাটিকে সম্বল ক’রে, অট্টালিকা গড়ি।

সম্ভবতঃ তাড়নার দাস আমি! আর কখনো নয়, আমি
বাঁচার তাগিদ নিয়ে ছুটবো না আর, অণু পরমাণুতে কিছু
পাবো ব’লে দ্রুত মাত্রাতিরিক্ত বাঁচতে চাইবো না।

বোধকরি, আমি এক উলঙ্গ আদম হয়ে গেছি।
হয়ে গেছি একদম বীভৎস অদ্ভুত অসাধারণ
দুর্বিনীত এক জীবাণু বিশেষ।
কখনো মুখোমুখি হই তাই, ভাঙ্গনের কৃচ্ছ্রতার
শুধু শেষ হয়ে যাওয়া ছাড়া আর কোন
বিশেষ ভূমিকা নেই। এখন শুধ বাকি
অন্তিম শেষকৃত্যের আড়ম্বরতাটুকু মাত্র। এবং
আমি কখন শেষ হয়ে যাবো, হারিয়ে যাবো
কেউ জানবে না। কখন নির্বাসিত হবো,
অনন্ত অনন্ত এবং অনন্ত হয়ে যাবো।