আমি কখনো বিক্ষিপ্ত, কখনো দুর্বিনীত
কখনো আঘাতপ্রাপ্ত, বিধ্বস্ত !
আমি উঠে দাঁড়াতে পারি না,
আমার অস্থি, আমার রক্ত
আমার দৃষ্টি, আমি জানি না এসব
কখন বিকৃত হয়ে গেছে!

তবু জানি, আমি জেগেও ঘুমিয়ে আছি
তুমি তাড়া দেবে আমায়।
আমার ঘুমঘুম চোখে
সতেজ প্রলেপ তুমি দেবে সযত্নে
তোমার অতি নিপুণ হাতে
আমার ছেঁড়া তারে
তুমি সুরের মূর্ছনা তুলবে।
আমার কন্ঠ যখন রুদ্ধ হয়ে আছে
আমার আঙ্গুল যখন স্থির হয়ে আছে
উর্বর মাটি আমার এখন খরতপ্ত,
বালিয়াড়ির স্তুপখানা।
রাষ্ট্রবিহীন বিস্তৃত আকাশ এখন
চিল শকুনের থাবায় আক্রান্ত!

আমি এখন জাগত চাই।
যেই তুমি হও, আঘাত করো।
আঘাত করো।
একবার উচ্চরবে ডাকো তুমি ।
আমি আসবো।
আমি আবার গাইবো।
আবার সতেজ সত্তা নিয়ে উঠে দাঁড়াবো।

আমার আঙুল,
বীণার তারে নিপুণ
খেলা খেলবে।
আমার উর্বরজমি আবার
ফলবতী হবে।
সুনীল আকাশে জলবতী মেঘ
উড়ে বেড়াবে।
কখনো প্রবল বেগে বর্ষিত হবে
শান্তির ধারা হয়ে।

যেই তুমি হও আমাকে,
এই আমাকে
ডাকো তুমি।