যা কিছু আমার এ সময় আছে
বুকের ভেতর যা সমস্ত,
একেবারেই সময়ের কাছে
সমর্পণ ক’রে এখন এই আমি;
পরিশেষে সর্বস্ব নিবেদন করেই
ব’সে আছি একা। কেবলই একা।
যেদিকে তাকাই। দৃষ্টি যায় যতদূর
কোন কিছুই আর,
আমার নিজের বলে মনে হয় না।
যা কিছু একান্ত আমার এখন
তা কেবল নিঃসীম শূন্যতা।
তার সব, আমার বুক জুড়ে লেপ্টে আছে।
এই দুঃসময়ে এবং এই অসময়ে
তোমাকে কিছু নিবেদন করতে
ইচ্ছে জাগে। তাই,
শূন্যতার সংজ্ঞা টের পেতে পেতে
বোধ হচ্ছে এই অভিজ্ঞতার স্বাদ
তোমাকেই দিয়ে যাই।
যাবোই যখন তবে,
কেন যাবো না? এ সময়
আমার যা শূন্যতা তার সব;
সবটুকুই দিয়ে যাই। হ্যাঁ!
দিয়েই যাবো। যেন,
যেন বাকি জীবনের সবটুকু সময়
আমার এই শূন্যতাকে নিংড়ে
তোমার পূর্ণতা খুঁজে নাও।
এবং সবশেষে
আমার কল্পনার সেই তুমি
বাস্তবে হয়ে ওঠো আমার তুমি।