আমার দু'টো পা কখন অনায়াসে
অজান্তে ঢুকে গেছে অন্য পথে
তাকিয়ে দেখি মঞ্চের শেষ এখানেই।
পিছনে ক্রমে যবনিকা নামছে। এবং নেমেই যাচ্ছে
অজান্তে। তাকিয়ে দেখি সামনে উন্মুক্ত পথ।
গ্রীণরুমের দিকে নেমে গেছে ক্রমশঃ
খুব তাড়াতাড়ি এই প্রস্থানপথে দাঁড়িয়ে আছি
বুঝিবা এসেছি অসমাপ্ত চরিত্র নিয়ে।
আমার যত চরিত্রের নিপুণ অভিনয়
হল না। আর দিনগুলো কেমন
আত্মমগ্ন মানুষ আমি ক্ষয়ে দিলাম অবহেলায়!
আমার প্রস্থানপথ স’রে যাও
শেষ দৃশ্যের বাকী সংলাপগুলো আমি
স্বচ্ছন্দে উচ্চারণ ক’রে যাবো
স’রে যাও! স’রে যাও!
আমি আবার উচ্চারিত চরিত্র হবো।
তারপর বিজয়ী হবো আমার প্রস্থানপথ ধ’রে।