আমার কবিতা যখন
তোমার কথা বলে;
তখন আমি নেই!

আমিও নেই তোমার
কাছাকাছি কোথাও;
শূন্যতা তোমার সবখানেই!