ওষুধের চামচের মতো আমার নিত্যসঙ্গী একাকী নিঃসঙ্গতা
ক্লান্তিময় দীর্ঘশ্বাসে বয়স উজাড় ক’রে নেয়।
কেমন ক’রে শেষ হয়ে যাওয়া চুপিসারে,
ক্লান্ত মুহূর্তগুলো শব্দহীন অন্ধকারে হাওয়া হয়ে যায়!

হায়! আমার ক্লান্ত মুহূর্তগুলো
উৎসবমুখর হলো না আর। সাঙ্গিতিক বন্যায়
প্রাণময় উচ্ছ্বাসের কলরবে মুখর হলো না!
কবিতাগুচ্ছ উচ্চারিত হলো না শব্দের মূর্ছনায়।

একটি তাজা গোলাপও ভাগ্যে হলো না
অসুখের মতো নষ্ট চাহিদাগুলো আমার
বিভিন্ন জৈবিক ব্যবস্থাবলিতে পণ্য হয়ে থাকে মাত্র।
তিক্ত সমস্ত অনুভূতি। নিজের ব্যক্তিত্ব নিষিদ্ধ হয়ে যায়।

ড্রাকুলার মতো ক্লান্ত মুহূর্তগুলো আমায়
তাড়া ক’রে বিস্তীর্ণ নরকে টেনে নিতে চায়,
হায়! আমার ক্লান্ত মুহূর্তগুলো,
এবং আমি এবং ক্লান্ত মুহূর্তগুলো!