আমি রোজ দাঁড়িয়ে থাকি আমার খোলা জানালায়,
সেই গানের পাখি। আমি কেবল তারই অপেক্ষায়।
সেই পাখী। যে নিত্য আমাকে গেয়ে শোনাত গান,
আমি কেবল তারই অপেক্ষায় থাকি দিনমান।

আমি এখানে দাঁড়িয়ে থাকি সকাল, দুপুর, সাঁঝে;
‘নেই কেন সেই পাখী নেই কেন…’ কেবলই বাঁজে,
করুণ সুরে।  পাখী নেই। আমার সেই পাখী  নেই!
যেদিকে তাকাই। শূন্যতা! শূন্যতা আমার সব খানেই!