জীবনের ঢেউয়ে উঠে পড়ি; খাই প্রচন্ড দোলা,
একী আমি পাগল নাকি? নাকি আত্মভোলা?
পরাজিত নাকি বিজয়ী আমি; বুঝি না কিছু আর,
তাড়া ক’রে ফিরি জীবনকে; চলি ছুটে চলি পিছু তার।
বর্ণবিহীন বর্ণাঢ্য আমি; খাঁটি সুন্দরের জন্য,
কখনও হই দারুণ ভদ্র; কখনও হই বন্য।
হাতের আঙ্গুল বাড়িয়ে দেই; নেব সবই নেব কেড়ে,
মনে আমার সায় না দিলে; ফিরে আসি সবই ছেড়ে।
ঠিক এমনই নরাধম আমি; আমার দারুণ ক্রোধ,
হেলায় ফেলায় ক্ষমা করি আবার; নেই অনেকের শোধ।

চলনে বলনে গতি আছে আবার; কখনও যাই থেমে,
লজ্জায় ক্ষোভে দলিত হই; জিঘাংসায় উঠি ঘেমে।
অতি রাগী আবার অতি প্রেমিক আমি; দ্বিচারী হই স্বভাবে;
জীবনের ঢেউয়ে ঘুরপাক খাই; স্বপ্নলীলার প্রভাবে।
তরঙ্গের রঙ্গে নেশা জাগে আহা; জীবনকে আবার দেখি,
জন্ম মৃত্যুর ফ্রেমে বাধা সে; কিছুই নেই তার মেকী।
জীবনের ঢেউয়ে উঠে পড়ি আমি; খাই প্রচন্ড দোলা,
চোখ মেলে তাকিয়ে দেখি; সামনের সবই খোলা!!!