আমার উচ্ছ্বাসের সরোবরে
এখন চলছে তীব্র নাব্যসংকট
সময় হয়তো বৈরী হয়েই আছে
আকাশে নেই মেঘের ছিটেফোঁটা
এবং নেই দখিনা প্রাণদায়ী বাতাস।

কোথাও নেই জীবনের প্রণোদনা
আহা! কী বিপরীত সময় এখন!
ভাবছি। এ দিন বেশি হয়তো থাকবে না।
নিরঙ্কুশ অনুকূলে দাঁড়িয়ে এই আমি,
বলতেই পারবো,
স্বাগতম হে উদ্যমী ফাল্গুন!
তুমি রঙে জলে মাতিয়ে তোল
আমার এই বাসন্তী সময়।

আমি গাইবো তোমারই গান
মাতাল এই ফুল ফোটার আয়োজনে।
আহা! উন্মাতাল এই
ঝমঝমে বৃষ্টির সমাহারে!