যাকে নিয়ে ভেবেছি; ভাবছি এবং ভাবব,
তাকে নিয়েই লিখে যাই; আমার যত কাব্য।

দেশটি আমার সোনায় মোড়া;
দেশটি সেরা বিশ্ব জোড়া;
মায়ের স্নেহে লালন করে; নেই তার কোনো শেষ,
আমার যত ভাবনা, কাব্য, আমার বাংলাদেশ!