আমি আর বাঁচবো কতদিন?
এই প্রশ্ন আমাকে বিব্রত করে নিরন্তর।
আমার শেষ গন্তব্যের আইল বেয়ে
হাঁটছি তো। আর কতকাল
হাঁটবো? কাঁধে বয়ে বয়সের বোঝা।
এই বোঝা যে খুবই ওজনদার!
হাঁফিয়ে উঠেছি আমি একথা সত্য।

কোন কিছুই আমার সামনে
ঝিলিক দিয়ে ওঠে না আর
না আশা। না কল্পনা।
কোন কিছু না।
সবকিছুই স্থবির মনে হয়।
বিবর্ণ মনে হয়। বিষাদময় মনে হয়।
মনে হয় আমি এক অজানা মারীতে
আকণ্ঠ ডুবে আছি!