তোমাকে যদি আমায় ভালো বাসতেই হয়,
শর্ত আছে এখানে।
আমাকে যদি তোমায় ভালো বাসতেই হয়,
শর্ত আছে এখানেও।
এ জগতের কোন কিছুই শর্তহীন নয়।
না ভালোবাসা। না ঘৃণা। তবে?
আমি ঘৃণার প্রসঙ্গ বাদই দিলাম।
ওটা আপাততঃ প্রতিপাদ্যের বাইরেই থাকুক।
এবার শুরু থেকে আসা যাক।
তারও আগে কী ছিল?
ছিল কি কিছু? তবে?
জানি না কেহই আমরা। না তুমি। না আমি।
বস্তুতঃ আমরাও ছিলাম না, কারও কল্পনায়।
মানুষ কখন নিজেকে হারায়?
যখন কোথাও; কোন পথ খুঁজে না পায়।
গন্তব্য দূরে থাক। চিরাচরিত নিয়মেই
মানুষ কাউকে না কাউকে ভালোবাসে।
মানুষে মানুষে ভালোবাসা হয়। হবে।
কিন্তু তুমি? এবং কিন্তু আমি?
এখন থাক। বাকিটা রূপালী পর্দায়।
--------------------
ফেব্রুয়ারী ২৮, ২০১৭