দূরের ওই আকাশ;
সে কি যাদু জানে?
সর্বদাই বোধ করি;
সে আমায় টানে।

ঊর্ধ্বে টানে; এ ভূমি থেকে,
আমি চলি জীবন এঁকে।
ভূমিতে এ জীবনের;
কতই আঁকা ছবি,
হৃদয়ের এ কার্নিশে;
তুলে রাখি সবই।

আকাশ আমায় টানে ব’লে;
ছুটে চলি দিব্যবলে,
এই চলাতে ক্লান্তি নেই তো;
নেই তো পিছন ফেরা,
সব ছাড়িয়ে নিজেকে তাই;
ভাবছি মানুষ সেরা।