বাকরুদ্ধ সতীর্থ আমরা; বিপন্ন বিস্ময় নিয়ে,
উৎকণ্ঠিত সকলে; এই সময় তাকিয়ে আছি।
কী দুঃসহ এবং সুদীর্ঘ অতীত পাড়ি দিয়ে,
উপনীত হয়েছি শেষে; উপকূলের কাছাকাছি!

কোথায় চলেছে; আমাদের প্রিয় স্বদেশ এখন?
একই প্রশ্নবাণে; বিদ্ধ হয়েই যাচ্ছি সর্বক্ষণ।
তাকিয়ে আছি অধীর আগ্রহে; আমরা সকলেই,
আমাদের কিছু স্বজন; সতীর্থ গিয়েছে চলেই;
সুদূরের ঠিকানায়। তাদের আর ফিরে আসার
যেন, আর নেই সম্ভাবনা কোন। নেই প্রত্যাশার
কোন পরিসর। আমরা এখন কোন অজানায়,
দেব পাড়ি। সে কোন সুদূরের অনন্ত ঠিকানায়?

তবুও তাকিয়ে আছি। তাকিয়েই থাকবো এবং
আমাদের স্বপ্নে নিয়ত মেখে যাবো নানান রঙ।
তবুও বেঁচে থাকতেই হবে এই স্বদেশ নিয়ে,
তারপর চলে যাবো, তাকে আগামীর হাতে দিয়ে;
নিশ্চিন্তে, পরিতৃপ্ত হয়েই সতীর্থ জীবিত সবে,
নিশ্চয় আগামীতে এই দেশটি শান্তিময় হবে।


সেপ্টেম্বর ১৫, ২০২৪
বেল্টসভিল
মেরিল্যান্ড