'অরণ্য,'

তোমাকে ভাবতে গেলেই সমস্ত ক্লান্তি
একযোগে এসে আমায় অবসাদগ্রস্ত করে দেয়,
বোধের শরীর বিকল হতে হতে কোনও
এক সময় নিষ্প্রাণ হয়ে যায়;
তখনই আমি বাঁচার জন্য আশ্রয় খুঁজে চলি,
জরাজীর্ণ জীবনের আনাচেকানাচে,
আঁকড়ে ধরি অগণিত হারানো অতীত স্মৃতি।
কোনও এক বেলোয়ারী সন্ধ্যায় কাঁধে কাঁধ
রেখে বলেছিলে- 'নীল রঙ বেদনার প্রতীক,
তবুও নীল আকাশটা আমি বুকে পুষে রাখি'
সেই থেকে এড়িয়ে চলি, নীলপদ্ম অথবা নীল শাড়ি।
তোমার হৃদ প্রাঙ্গণে আমি ঠাঁই পাইনি,
আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে হাত বাড়াইনি,
দুঃসহ একাকীত্ব বুকে নিয়ে রাতের আঁধারে লুটোই,
নির্ঘুম প্রহরের কাছে- নিঃস্বের মত নতজানু হই।
তুমি বেদনার আরক গিলে মৃত্যুঞ্জয়ী হলে,
যে ঘুড়ি উড়বার জন্যে আকাশ চেয়েছিল,
মেঘ হয়ে তুমি তাকে ঢেকে দিলে এক বিকেলে!!

'অতন্দ্রীলা'