আগন্তুক! এই প্রেম চেয়েছিলাম কী?
স্বর্ণলতার মতো পরজীবী আমি—
শেকড়ের অবস্থান জানা নেই,
হতেই পারে—
বরাবরের মতো অদৃশ্য বেষ্টনী'তে,
আবদ্ধ করেছিলাম তোমাকে,
প্রাণ ভরে নিঃশ্বাস নেবার ইচ্ছায়
শুষে নিয়েছিলাম
তুচ্ছ তলানীর নির্যাস।
আমি চেয়েছিলাম— বিধ্বস্ত হৃদয়ের
অবশিষ্ট পরিমিত ভাষা টুকু,
শুধুই অনুভবে অনুমেয় হোক।
অতঃপর সোনালী আস্তরণ ক্ষয়ে ক্ষয়ে
ক্রমশঃ নিস্তেজ হয়ে পড়ে একদিন—
উচ্ছিষ্ট প্রেমের করুণাধারা শুকিয়ে।