বেওয়ারিশ উপাখ্যান।।
_______ ছোঁয়া///


বিক্ষিপ্ত মনের করুণ আহাজারি,
বলাৎকার হচ্ছে ক্রমাগত খোলসে বন্দী মস্তিষ্ক;
জরাজীর্ণ দেয়াল থেকে খসে যাচ্ছে পলেস্তারা
ডায়েরীর পাতায় লক্ষ লক্ষ চাবুকের চিহ্ন,
থামাতে পারি না কলমের পথচলা।
অসহায়ত্বের অব্যক্ত বিলাপের ভ্রূণ
একটু একটু করে অঙ্কুরিত হয়ে-
জন্ম নেয় অকবির ঘরের মেঝেতেই।
এক থালা সফেদ ফুরফুরে ভাত চাই না,
কিংবা- গা ভর্তি জড়োয়া গয়না,
হাস্নাহেনার মতো রাতের আঁধারে,
নিঃশব্দে জন্ম নেয়া বেওয়ারিশ কবিতার,
একটু খানি স্বীকৃতি চাই-
চাই- মাথা গোঁজার উপযুক্ত পরিসর।
কথা বলার অধিকার টুকুও কেঁড়ে নিও,
চাই না ধরে রাখতে শাণিত দিব্যদৃষ্টি;
পায়ের নূপুর খুলে বেড়ি পরিয়ে
আজন্মকাল শৃঙ্খলিত করে দাও,
কানে ভেসে না আসুক ভ্রমরের গুঞ্জন;
লিখে যাব তবুও নিপীড়নের উপাখ্যান।