ও চোখে ভিজে যায় প্রহর,
ওগো, কাজল চোখের মেয়ে।
ঢেউয়ের মাঝে দৃষ্টি গভীর,
ওই কড়ামিঠে সুর যায় বয়ে।

দহনে দুপুরে, মেঘ কিনে এনে,
ও চোখে সাজাই নীল অশ্রুর মালা।
তবু হৃদয়ে জ্বলে, এক পলকে—
দেখি পদ্মপুকুরে শুকতারার ভেলা।

ও হৃদয়ে জ্বলি আগুন হয়ে,
ও গহন মনে, কাজল চোখে।
নীরবতার শব্দে বাজে—
অনন্ত দাবির , আবির মেখে।

হাসিস কেন? কাঁদিস কেন?
দেখে নীল আকাশের ছবি।
কাজল চোখে ডুবেছে বুক
হারিয়ে চলেছে চেনা পৃথিবী।

কখনও থেমে যায় ক্ষণ,
লিখে চলি ব্যাকুল কবিতা।
শোনরে আকুল মন,
কোনো স্বপ্নের আদিম উপকথা।