তোর সাথে দৌড়, ধুলোর মাঝে,
তোর সাথে কল্পনারা সাঁঝে,
আসতো সবাই যে ভিড় করে,
আমার হ্রদয়ে সে তান বাজে।।
তোর সাথে চড়ে লাল গাড়ি,
স্কুলে যেতাম তাড়াতাড়ি,
যেতাম হট্টমালার দেশে,
মনের সাথে কোথাও পাড়ি।
তোর সাথে নিভাদির ক্লাসে,
বসতাম প্লাস আর মাইনাসে,
ঋত্বিক আসন পেতে!
ঘুষ চলতো প্রতি মাসে!
তোর সাথে ঘুড়ির কাটাকাটি,
হুড়োহুড়ি করে কত ঝগড়াঝাটি,
লাগতো ভালো আড়ি থেকে ভাব,
তোর সাথে অনুভূতি খাঁটি।
তোর সাথে আম পেয়ারা চুরি,
বকা খাওয়া ভুরি ভুরি,
বৃষ্টিতে হয়ে কাকভেজা,
অমান্য সকল জারিজুরি।
তোর সাথে সাইকেলে চড়ে,
দাঁড়ানো সকল মোড়ে,
বড় হওয়ার নেশায়,
ভাবনা মনে গড়ে।
বসন্তদের উচ্ছাসে,
তোর সাথে উল্লাসে,
ভাঙা গড়া মনের মাঝে,
কতশত ছবি ভাসে।
একদিন ছেড়ে গেলি চলে,
কিচ্ছুটি না বলে,
আবার ওপারে হবে দেখা,
আমার সময় হলে।।