খিদের জ্বালায় মরছে মানুষ,
লড়ছে পেটের তরে।
শাসকের যুদ্ধে উড়ছে ফানুশ,
প্রজার স্বপ্ন মরে।

ফসলের মাঠে শুকনো শস্য,
চাষীর বুকের ব্যথা।
কোদালের ঘায় মাটি কাঁদে,
রোদে পুড়ে যায় মাথা।

প্রাসাদে আছে উজ্জ্বল আলো,
রাত্রির কালো ছায়া।
প্রজার ঘরে ক্ষুধার চিৎকার,
কান্না স্রোতের মায়া।

যুদ্ধে যায় নিরীহ প্রাণ,
মাটি রক্তে রঙিন।
প্রাণের খেলায় নীরব ভূমি,
খেলা চলে প্রতিদিন।

খিদের জ্বালায় মরছে মানুষ,
লড়ছে পেটের তরে।
শাসকের যুদ্ধে উড়ছে ফানুশ,
প্রজার স্বপ্ন মরে।