আমার হাত তোমার হাতে,
অনেকটা পথ তোমার সাথে।
অনেক রোদ্দুর গায়ে মেখে,
ঝড়বৃষ্টিতে কতটা পথ পার!
লড়াই মোরা যাবো করে,
মানবনাকো হার।
পাপ পুণ্যের খেলাঘরে,
কষ্টটাকে আদর করে,
রেখেছি তুলে মনের মাঝে,
উষ্ণ পরশে হেসে ওঠে বারবার!
চিরবসন্তে ঢেকে থাক,
থাক মোদের জীবনবাহার।
সুখদুঃখ পাশাপাশি,
অভিমান আর হাসাহাসি,
রেখেছি তাদের সকাল সাঁঝে,
বেঁধেছি কত সুরের তার!
এভাবেই দুটি প্রাণ হয়ে থাক এক,
সাথে সাথ চলা দুজনার।