হারিয়েছে দিন,
হারিয়েছে ক্ষণ,
অবহেলার ছায়ায় লুকানো স্মরণ।
স্মৃতি রয়ে গেছে,
দুই হৃদয়ের গভীর বাঁধনে—
অপরূপ এক সুরেলা মায়ায়,
চিরন্তন ভালোবাসার ডাকে।

ও চোখের গভীরতা,
নিবিড়তায় হারাতে চায় সমস্ত স্বপ্ন।
ঐ অধরের নরম স্পর্শে,
জাগে এক অনন্ত ব্যাকুলতা,
যেন পৃথিবীর সমস্ত ভালোবাসা
এক হয়ে ফুটেছে
সেই একটুকরো হাসিতে।

মিলনের সেই ক্ষণ,
যেন মহাকালের বিরতিহীন গান।
চোখ বুজে অনুভব শুধু,
উষ্ণ আলিঙ্গন,
যেখানে সময় থমকে দাঁড়ায়,
আর পৃথিবী হয়ে ওঠে
শুধু নীল নীলিমায়।

চাঁদের আলোয় লেখা শব্দেরা,
জ্বলজ্বল করে রাতের তারায়।
ভালোবাসার মোহনায়
প্রতিটি শ্বাস-বিশ্বাস,
সে মাধুর্যে বেঁচে থাকে
জীবনের গভীরতম আরাধনায়।

এই প্রেম, এই সঙ্গ,
জীবনের সমস্ত কিছুর ঊর্ধ্বে।
যেন আকাশের চিরন্তন নীল,
যেখানে এক হয়ে রয়ে যায়
সময়ের সীমানা পেরিয়ে,
অনন্তের পথে।