জীবনের পথে হেঁটে চলা,
সবুজ বনানীর ছায়ায়,
ছন্দহীন অজানা দেখা।
দুটি মুখ, দুটি সুর,
স্মৃতির পটে মধুর ধ্বনি,
ঐ পথে ছায়া, দুঃখ
আর আশার প্রতিধ্বনি।।

সূর্যের আলোয় স্নান করা পথ,
অন্ধকারের বুকে মিশে যায়,
নতুন করে কখনও।
প্রতিটি পদক্ষেপে ভালোবাসা
আর ক্ষতির মিশ্রণ।
চলতে চলতে আবিষ্কার
জীবনের গোপন রূপান্তর।।

আকাশের নিচে আজ একাকী নয়,
প্রতিধ্বনিত হয় আশা,
পাশে রয় প্রেম।
সবুজের মাঝে লুকানো মুখ,
পথ দেখায়...
ছায়া কাটিয়ে সামনে যেতে বলে,
যেখানে আলোটা রয়।

আশা আর স্মৃতির মাঝে
ভেসে যাওয়া..
জীবনের এই পথচলায়
নতুন কিছু পাওয়া..
এগিয়ে যাওয়া
অচেনার দিকে...
যেখানে ছায়া যায় মিলিয়ে,
সত্য রয় নিজ হাতে।।