গল্পের মাঝে ,
অজানা গল্প।
থাকুক আড়ালে,
শত ছলনার তিরে...

গোপন কথারা ,
আজও অজানা।
ভেসে  যাক,
অবিশ্বাসের তীরে...

ফিরবেনা আর,
কোনো মোহনায়।
বোবা তবু,
মহাশূণ্য ঘিরে...

ধ্বংসের ক্ষণে,
মুক্ত ঝরবেই।
অজানা গল্পের,
অতল গভীরে...