মেঘলা আকাশ,
আবছা দিনে..
শিশির জমে,
চোখের কোণে।

তবু দীর্ঘক্ষণের অবসানে..

হিমেল হাওয়া,
কোন সাওনে...
আপন কথা,
কেউনা শোনে।

তবু দীর্ঘক্ষণের অবসানে..

আঁধার আলোয়,
হৃদয় বনে।
আবার দেখা,
তোমার সনে।

তবু দীর্ঘক্ষণের অবসানে..