হারানো বিকেলের মাঝে,
লুকিয়ে কিছু মলিন স্মৃতি,
হাওয়ার তালে তালে ভেসে আসে,
অতীতের গল্প, অজানা দ্বিধা।

আকাশের রঙ ধূসর নীলিমায়,
মেঘের মাঝে লুকায় কিছু কথা,
যা বলা হয়নি তখন, রয়ে গেছে,
আজও যেন ধোঁয়াশায় ঢাকা।

কথার পাহাড়ে জমা থাকে,
অনুভবের গভীর সমুদ্রের ঢেউ,
যেখানে স্বপ্নেরা খুঁজে ফেলে পথ,
একটি ঘুমন্ত সময়ের বুকে।

হারানো সময়ের আনাগোনা,
মনের দেওয়ালে শ্যেওলা ধরা কাহিনী,
ছায়া হয়ে ঘুরে বেড়ায় তারা,
অতীতে ফিরে আসার ব্যাকুলতায়।

স্বপ্নেরা কখনো আনমনা হয়,
দৃষ্টির আড়ালে হারায় পথ,
তবুও থেকে যায় এক কল্পনার আলোয়,
জ্বালিয়ে রাখে নিঃশব্দ প্রহর।

হয়তো সেই বিকেলের কথা,
হৃদয়ে এক গভীর বেদনাবোধ,
কোনো নিরুদ্দেশ হতে কোনোদিন,
হারানো ডিঙ্গি ফিরবে বিকেলের চরে।