অদৃশ্য প্রান্তরে দাঁড়িয়ে
গল্পের আঁকিবুকি,
এক হারানো সূর্যের,
পূব আকাশে,
মেঘের অন্তরালে।

প্রকৃতির বুকে
লুকিয়ে স্বাধীনতা,
সেই চেনা অচেনা গল্পে
নতুন করে বুনে কাব্য।

নদীর কলকল ধ্বনি
বয়ে নিয়ে আসে বার্তা,
মুক্তির জোয়ার যেন
মাতাল করে তীর-তট।

ঘাতকের কালো ছায়া
কেটে যায় অজানায়,
সোনালি রোদে ঝলমল করে
নতুন এক সকালের মায়া।

সূর্যের আলোকে
ভাসে মুক্তির গান,
স্বাধীনতার মধুর স্বপ্ন
জাগ্রত করে প্রতিটি প্রাণ।

ইচ্ছেরা মেলে ডানা
স্বপ্ন নীল আকাশে,
মুক্তির ক্ষণে শৃঙ্খল ভাঙ্গা
আনন্দের উচ্ছ্বাসে।

নব জাগরণের আলোয়
ভাসে এক নতুন দিগন্ত,
ইচ্ছেরা হয় মুক্ত
মুক্তির ছোঁয়ায়
মুক্ত যেন মন।