একই সাথে হেঁটে চলা...
এক ছাতার তলায়,
ভিজতে ভিজতে
গল্পরা চলে,
পুরোনো কোনও খাতায়।
চোখে চোখে কথা বলে,
মনকে ছুঁতে চায়!
বৃষ্টির ফোঁটা
মাটির উপরে,
গোপন ভালোবাসায়।
বর্ষা মুখর দিনে,
হৃদয় মাঝে হায়!
স্নান ঘর ভাসে
দেহ মন ,
চকিত উষ্ণতায়।
এঁকেবেঁকে চলে নদী,
বন্য শিক্ততায়!
কদম ফুল
আর বৃষ্টির সুর,
মিশে মধুর ঘনঘটায়।
রং তুলিতে পেঁজা তুলা,
সৃষ্টির গান গায়,
মাটির প্রেমেতে
ঝরে পড়ে তারা
কোনও রঙিন মূর্ছনায়।