নিত্য দিন মানুষের লড়াই
তীক্ষ্ণ সূর্যের রশ্মির মতো কঠিন।
প্রতিদিন নতুন সংগ্রামের অধ্যায়,
প্রতি রাত বেদনার স্রোতে বিলীন।

কৃষকের হাতে থাকে লাঙ্গল,
পেট ভরে নাকো সে ফসলে।
শ্রমিকের ঘামে ভিজে যায় মাটি,
তবুও দিন কাটে অশ্রুজলে।

পুকুরের জালে ভেসে আসে রক্ত,
মাছের বদলে কাহিনী আশার।
নদীর বুকে জেগে থাকে তৃষ্ণা,
জীবনের ভগ্ন নাওয়ের বাহার।

পথে পথে ছুটে চলে কুলি,
বোঝার ভারে নুইয়ে পড়ে মাথা।
শহরের যান্ত্রিক শব্দে মিশে যায়,
তাদের নীরব মনের ব্যথা।

নেতাদের ভাষণে শুনে ভাবে,
সোনার মাটি হবে এ দেশ।
বাস্তবতার কাঁটায় বিঁধে প্রতিবার,
এই বুঝি শান্তির তন্দ্রা শেষ।

তবু জীবন লড়াইয়ে হার মানে না,
নতুন প্রেরণায় ফের উঠে দাঁড়ায়।
চলতে থাকে অস্তিত্বের লড়াই,
জীবনের এক অবিনশ্বরতায়।।