ফেরার আজ
ফেরারী মন,

আর ফিরবে
নাকো ঘরে?

মন পাখীর
উদাস বন,

তাই ডুকরে
কেঁদে মরে।।