স্রোতের সুরে, জীবন চলে,
স্বপ্ন-কুঁড়ি মনে মেলে।
ভোরের শিশির, দূরের পাখি,
ঐ ভাষাতেই হৃদয় ডাকি।

চোখের আঙিনায়, রংধনু ফোটে,
বাতাসে গন্ধে মনে যে জোটে।
চাঁদের আলোয়, মেঘের খেলায়,
গোপন গল্প হৃদয় মেলায়।

নদীর কুলে,স্মৃতির বাঁকে,
নীরব মনের ইশারাকে।
স্রোতের ডাক, মনের ফাঁকে,
ভিজে যায় সেই মোহের পাঁকে।

রাতের তারা, আলো ছড়ায়,
স্বপ্ন জাগে কারও আশায়।
কাছে এসে, মনকে ভাষায়,
স্রোতের সুরে অলীক নেশায়।।