আজকাল খবর নেই,
খবর নেই মনগুলো কেমন আছে?
আজকাল খবর নেই,
খবর নেই দিনগুলো কেমন আছে?
খবর নেই কাগজ প্লেন,
এখনও উড়ে কিনা,
ছোট্ট ঘরের কল্পনার আকাশে!!
খবর নেই আঙুলের বুননে,
রঙিন সুতো আজও,
ব্রীজ হয়ে ওঠে কিনা!
খবর নেই সেই দলছুটদের কথা,
যারা পুকর ঘাটে নৌকা ভাসাতো,
পাঠাতো খবর কোন অজানা দেশে!
খবর নেই ক্ষুধার্ত শিশুটির,
বাঁচার ক্রমশ লড়াই!
খবর নেই প্রেমে অপ্রেমে
আবছা হওয়া প্রজাপতিদের,
জীবনকথা!
খবর নেই অনাচারের বিরুদ্ধে,
রুখে দাঁড়ানো সেই মেয়েটির!
খবর নেই  জীবিকার তাগিদে,
হারিয়ে যাওয়া সেই যুবকযুবতীর!
খবর নেই নিত্যদিন সংসারের তরে,
ওষ্ঠাগত মহিলার কাহিনী!
খবর নেই বৃদ্ধ বৃদ্ধার
শেষ জীবনের স্মৃতিচারণের!

নতুন রঙিন মোড়কে,
সেইসব কেবলই স্মৃতি,
কেবলই এক ঘুনধরা অধ্যায়!