মন খারাপের দিনগুলো যায়,
জীবন থেমে থাকে না, হায়।
বাঁচার নেশায় মাতো তুমি,
পথে পেতে পারো নুতন ভূমি।
দুঃখ পাহাড়, কষ্টের ঢেউ,
মনের সাহসে জীবনের মৌ।
লড়াই কঠিন, পথটা কঠোর,
তবু জীবনের গানে হবেই বিভোর।
চোখের মাঝে স্বপ্নে জ্বালো,
মেঘ সরিয়ে রঙিন আলো।
হেরে যাওয়া মানে নয় শেষ,
জীবন পাল্টায় ক্ষণিকের বেশ।
প্রতিটি ক্ষত নিয়ে এগিয়ে চলো,
শক্তি যোগায় অনুভূতিগুলো।
অন্ধকারে, জ্বালো আলো,
যুদ্ধটা তোমার, হবেই ভালো।
মন খারাপ করে না থেকো,
জীবনকে ভালোবেসে জড়িয়ে রেখো।
লড়াইয়ের মাঝে আসবে গতি,
মনের মাঝারে অপরূপ জ্যোতি।