এ দেশ তোমার-আমার,
গেরুয়া রঙে স্বপ্ন আধার।
শ্বেত গগনে নীলের লীলা,
জমি ভরা হরিৎ খেলা।

নদী মাঝে সুরের ভেলা,
আকাশ জুড়ে রঙের খেলা।
সবার পুণ্য-ভূমি এ দেশ,
মন মাঝারে শান্তি আবেশ।

দ্বেষের কাঁটা সরাও হৃদয়,
হোক ভালোবাসা নব পরিচয়।
হাত ধরো, গড়ো সাথে,
স্বপ্ন বুনি একতার পথে।

এই মাটিতে মন মাতাল,
নিজ চেতনায় জ্বালো মশাল।
এ দেশ যেন অন্তরের আলো,
সকল ক্ষণ লাগবে ভালো।।