শৈশব এক নব লতা,
হরিৎ পাতার কচি ছোঁয়া,
মাটির কোলে বৃষ্টি পরশে
হেসে ওঠে অজানা হরষে।

সূর্য শিশিরের স্পর্শে,
বিন্দু বিন্দু  তৈরি স্বপ্ন,
তারে আগলে রাখে মায়া
কোন ভালোবাসার ছায়ায়।

আসে তারুণ্য ঝড়ের সাথে,
জড়িয়ে ধরে শিকড়,
মেলে ধরে ডালপালা,
রোদ-ঝড়-বৃষ্টির সাথে লড়ে,
সে দাঁড়িয়ে রয় অটল।

প্রেম এসে পাতায় পাতায় তোলে গান,
ফুল হয়ে ফুটে ওঠে কত ইচ্ছেরা,
কিছু যায় ঝরে, কিছু যায় রয়ে,
বৃক্ষের গভীরে পুঞ্জীভূত রয়
অনেক না বলা গল্প।

হঠাৎ একদিন…আঘাতে
ঝরতে শুরু করে পাতারা,
বৃন্তের মায়া ছাড়িয়ে
তারা মাটির কোলে যায় মিশে।

বৃক্ষ তখনও দাঁড়িয়ে থাকে
নিঃসঙ্গ সন্ধ্যার প্রহরে,
ছায়া দীর্ঘ হয়, ঘাত প্রতিঘাতে
আলো ক্রমশ হয় ম্লান।

আঁধার আসে নিঃশব্দে,
শিকড়ের গভীরে শূন্যতার কথা বলে,
পাতা নেই, ফুল নেই,
শুধু স্মৃতির গন্ধে ভরা বাতাস।

বটবৃক্ষ জানে—
একদিন মাটির কোলে মিশবে অস্তিত্ব,
তবু সে দাঁড়িয়ে থাকে,
শেষ নিঃশ্বাস অবধি…
শিশিরের আশায়, নতুন স্বপ্নের প্রতীক্ষায়।।