আঁধার কেটে সুয্যি ওঠে,
প্রকৃতির কতো বৈভব!
ছোট্ট ক্ষণে মনের কোণে,
করতো খেলা শৈশব।
সময়ের সাথে গল্প চলে,
হারায় কত কলরব।
ইচ্ছে হায়, ছুঁতেই চায়
শুধু অনুভূতির অনুভব।
ইচ্ছেডানায় উড়ছে সবাই
রয়ে গেছে রূপকথা।
আগাছা ভেবে ভুলেছে কেউ,
ছিটিয়েছে শুধু ব্যথা।
প্রতিটি ক্ষণেই গল্প লেখা,
জীবনের মালা গাথা ।
দুঃখ-সুখের আলপথ ধরে,
ভরেছে ছবির খাতা।
আঁধার শেষে আলো আসে,
বুক বেঁধে থাকে আশা।
স্বপ্ন দেখে মন,
জেগে থাকে প্রত্যাশা।
মেঘের আড়ালে সূর্য হাসে,
জাগে মানুষের ভাষা।
বিষাদের বুকে বাঁচার গান,
জীবনে বেঁচে থাক ভালবাসা।।