সারা জীবন নিঃস্বার্থ ভালোবাসবো প্রিয়,
সূর্য ভালোবাসে অনন্ত আকাশ,
যেমন নদী মিশে যায় গভীর সমুদ্রে,
কোনো দাবি নেই, নেই  আশ।

শত কষ্টের মাঝেও খুঁজে ফিরি ঐ হাসি,
যেন ঘন মেঘের ফাঁকে রোদের উঁকি,
যেন শ্রাবণের কান্নার মাঝে ইন্দ্রধনু,
এ হাসিতেই লুকিয়ে সুখের ঝাঁকি।

ও চোখে ঝলসে ওঠা আলোর রেখা,
আমার রাতের আকাশে জ্বলতে থাকা তারা,
তোমার স্পর্শে জাগে বসন্তের ছোঁয়া,
তুমিই যে আমার হৃদয়ের ধ্রুবতারা।

তাই বলি প্রিয়, থাকো আমার পাশে,
হোক না পথ কণ্টকময় কিংবা বিভ্রান্ত,
তোমার ভালোবাসার একচিলতে আলোয়,
শান্তি আসে বুকের মাঝে, আসে অন্তহীন শান্ত।