ছুটছে গাড়ি তারাতারি
ফুরালো ভাই তাড়া-
এই গাড়ির কালো ধোয়া
করবে ধরনী ছাড়া।

স্বপ্ন সবার করবে বাড়ি
খাইবে ভাত মাছ-
কেউ অক্সিজেনের খবর নিয়ে
রোপন করলো না গাছ।

গাছ ফুরালেই দম ফুরাবে
জীবন হবে শেষ-
সেই সাথে ধ্বংশ হবে
প্রিয় সোনার দেশ।

শীতল বাতাস হয়ে যাবে
নরগেরই আগুন-
গাছ না থাকলে আসবে না
হিয়ায় কভু ফাগুন।

গাছ রোপনে,নিশ্বাস ফিরবে
ফিরবে হাসি মুখে-
তাই সবুজে সাজাবো ধরনী
গাছ কাটানো রুখে।