যথই রশিক হোকনা সেজন
চঞ্চে থাকুক হাসি-
কন্ঠস্বর বদলে যাবেই যাবে
আসলে মরণ ফাসিঁ।
দেহকে যেমন সুরসুরিয়ে
হাসিতে ভরা যায়-
সেই দেহকেই আঘাত দিয়ে
ভাসা যায় কান্নায়।
রশিক বুঝি করবে মজা
হাসবে জনম ভরে-
দুঃখ সামনে আসলে হায়
অশ্রু কি তার ঝড়ে?
রশিকও কাদিছে অন্যের মত
হালকা করিতে মন-
রশিকি কাল এসেছে সবারি
হাসিছে দুঃখি জন।
রশিক শুধু হাসেনি একা
কাদেনি একা দুঃখি-
সবাইকে হতে হবে একদিন
হাসি ও কান্নার মুখোমুখি।