ঈদ নিয়ে এলো আনন্দ,
ঈদ নিয়ে এলো খুশি--
ঈদ আনন্দ সবার ঘরে,
আজি সবার মুখে হাসি।
ভুলে গেছে আজ সকলে,
ধনি গরীবের ব্যবধান--
ঈদগাহ মাঠে যেতে সবাই
রাঙ্গিয়েছে কোমল প্রাণ।
রোযা ,ইবাদতে কাটলো
মাহে রমজান মাস--
রোযার শেষে ঈদের চাদঁ
ঝড়ায় যেন উল্লাস।
ঘরে ঘরে মজার রান্না,
মিষ্টান্ন সবার মুখ--
নব পোশাক হিয়ায় দোলে
বিরাজ করে সুখ।
খোদার সামনে মাথানত করলো
যথ আছে মুসলমান--
ঈদ মোবারক খুশির ধ্বনি
শোন,তাকবিরের কলতান।
বছর ঘোরে মোদের তরে
আবার ঈদ এলো--
খুশির মাঝে খোদার দিধার
ঈদগাহ পানে চলো।
মিলন মেলায় হাড়িয়ে যাই
ভোগি ঈদের উৎসব--
গগনে পবনে চলো ছড়াই
ঈদ এর কলরব।