সবুজ তৃণে রঙ বাহারী সুগন্ধি, ফুঠিলো কত ফুল--- সমীর এসে দোলা হিয়া, তাই সমীরই সব হর্ষের মুল। ভ্রমর দেখিয়া কাতরে চিৎকার করিয়া, বলিলো হায় কত--- আমি ফুল আছে হিয়ায় মধু,লুঠো গো অভিরত। মুছকি হেসেঁ ঘোমটা তুলে তাকালেন,দেখিয়া প্রজাপতি---তরুর ফুলের মত,গল্প করার যদি বানায় সাথী। বাগান হতে ফুল তুলে, মালা মালিনী যখন গাথে--- মালিনীর সুতোয় নিজকে বাধিতে, বলে হায় জোড়া হাতে। প্রেমের দিশারী ফুল নিয়ে যখন ,পথের পানে চলে--- তৃণফুলের মিনতি বিফল,হিয়া ভাসে আখি জলে। কর্কষ কন্ঠে নিজেই নিজকে কয়,তুমি বটে তৃণফুল--- গগন দেখিয়া স্বপ্ন লেখিয়া,সুখ চাওয়াটাই বড় ভুল।
কবিতাটি ৫৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১২/০৭/২০১৫, ০১:২৮ মি: