পুবাকাশে জাগিলে সবিতা
দিবস তখনি হয়-
সবিতা ঝড়ালো কিরণ তবু
তমঃময় কিছু রয়।

কিছু কুলাঙ্গারের উপরে
পরে শত বৃক্ষের ছায়া-
কিছু ফুল হয়ে যায় মধুহীন
যাহা শ্রবনে হতো মায়া।

কিছু কথা হয়ে যায় গাথা
কালো অভ্রে ডাকে নীলাকাশ-
ললাটের ঠিকানা লোচনে হেরিতে
কভু নাহি জাগে অভিলাষ।

বলিতে হইবেতো মেলানো পবন কে
হইতেছে ধরা খুন-
কেউ করছে পন,কেউবা রণ
'নাগ'এর দোষ গুন।

এই ভব সংসারে জনের শুধু
উৎসবের শশী দেখার অভ্যাস-
না বলিলে জানতো না কেউই
নিজেই নিজের ইতিহাস।

ঘরে ঘরে সাজাতে হবে
তাই,প্রত্যাশার আলো-
করি আহবান সৎ পথেচলো
আর সত্য কথা বলো।