এ যেন পথ নয়
কোন মায়াবী মানসী ,
প্রসারিত দুহাতে দেয় হাতছানি
যে পথিক চলে যায় তাকে বলে ,
শোন- মোর গল্প , কাহিনী !
পথিকের তরে ,
দিনমান পেতে রাখে
বুকের আসনখানি !
মাঝখানে আঁকাবাঁকা পথখানি
দুপাশে তার অথৈ জলরাশি
যেন কোন অকূলজলধি !
আকাশ উদাত্ত আহ্বানে
ডাকে দিবানিশি ।
সে মুগ্ধচোখে জলের বুকে
দেখে আপন মুখখানি ।
এখানে ঢেউয়ের বুকে
আছে প্রেমকাহিনী ,
আকাশ জলের প্রেম শেষে
হল জানাজানি ।
তাই চুপিচুপি বাসর সাজায়
রাতের জোনাকি ,
তাই।দেখে।আকাশের।তারারা করে কানাকানি।
এপথের দুধারে তরুলতা ,
মায়াবী সবুজে ঘেরা
তারা জড়ায়ে বুকে বুকে
গহনকালে মনের কথা বলে ।
আহ ! এমনো সুন্দরে
ব্যাকূল মানস নিয়ে ,
নির্জন পথ ছুঁয়ে মুগ্ধতা মাখি
স্বপ্নিল ডানা মেলে মন বলে
আমি যে এ পথে হারায়ে গেছি!