প্রচণ্ড নীল আকাশ আর এক সোনালি দিনে
সুতা এল বুন্নি সুতা ,আকাশ থেকে নেমে
সুতার পিছে পিছে
ঘুরছে গাঁয়ের দুষ্টু ক'টি ছেলে
ছুটছে তারা ,
থামতে হবে - এই কথা নেই জানা
জানে তারা ছুটতে হবে -ছুটতে নেই যে মানা ।
চাঁদের বুড়ি সুতা কেটে ছাড়ছে ধরার পানে
সুতা গুলো যাচ্ছে এঁটে গাছের উঁচু ডালে
মনটা যে তাই বেজায় খারাপ
সুতার গুলোর পায় না নাগাল !
সুতার পিছে ছুটে
গ্রামের পরে গ্রাম ছেড়ে দাঁড়ায় শেষে
অচেনা এক মাঠে
তাদের ভয়ডর নেই মনে
পণ করেছে ,সুতা গুলো ধরতে এবার হবে !
সুতার নাগাল যখন মেলে
মনে হয় যেন এসেছে তারা
স্বর্গ থেকে নেমে
বিশ্ব জয়ের হাসি চোখে মুখে ।
(বুন্নি সুতা - কাল্পনিক সুতা , যা চাঁদের বসে বুড়ি কাটছে । আসলে তা শিমুলের তুলা ।)