পূর্ণিমার রাত ,নিঃসঙ্গতায় আবিষ্ট সমুদ্র
এমন নিঃসঙ্গতাই যেন সৌন্দর্যের আসল সংজ্ঞা !
অজানা এক মোহমুগ্ধতায় ছেয়ে গেছে পৃথিবী
সমুদ্র আর চাঁদের নিঃসঙ্গতার উদরে ভর করেছে
পৃথিবীর সকল রূপ- মাধুরী !

এমনতর ভালবাসার নৈবেদ্য কে সাজালো ?
সে কি আমার তরে ?
এই নৈবেদ্যের রুপকার  কোথায় থাকে
আমি খুঁজি তাঁকে সাগরের  বাঁকে বাঁকে ।

আমি অজান্তেই প্রেমের
হাত পাতি তার কাছে!
রূপ আর রূপক  যেন এক সাথে আছড়ে পড়ে
আমার সমস্ত সত্তা জোরে প্রথম প্রেমের স্পন্দন নিয়ে।

তার নীলকন্ঠের গভীর থেকে ওঠে আসে প্রবাল
যেন অবমুক্ত নীল খামে সাদা চিঠি
প্রেমের প্রাণবন্ত কথার ঢালি !
ঢেউ এসে পাথরে ফোটায় প্রেম-কলি ।


ঝিনুকেরা দোলে ওঠে,
বালুকারা যেন সফেদ হয়ে আমায় পেয়ে
প্রাণস্পন্দনে জেগে ওঠে জলধি ,বালুকা ,আকাশ !
আমায় আষ্টেপৃষ্টে বেঁধে নেয় তারা
আমি নিঃসঙ্গ স্বপ্নচারীর মত মোহাচ্ছন্ন হয়ে
মিশে যাই সমুদ্রের ঢেউ আর পূর্ণিমার ভেলায় !