সে আমার এক হৃদয় হরণকারী
বুকে আমার ঘর বানিয়ে থাকে পরের বাড়ি
নোনা জলে ভরে আছে তার দেহখানি ।
এত নোনা জল তবু তার নেই কোন গ্লানি।
সকলের গ্লানি সে বুকে লয় টানি ।
এতো যে গুন তার তাই ভালোবাসি ।
ঢেউয়ে ঢেউয়ে সে হাসির ছন্দ ছড়ায়
কতজনা আসে সেথা হাসিতে ছন্দ মিলায় !
সে উচ্ছ্বল নীল ঢেউয়ে করে টলমল
দূর আকাশের সাথে তার জনমের প্রেম ।
সে মিষ্টি খুনটুসিতে মোর সাথে মাতে
ওকে হাসায় ,তাকে ভাসায়
যেন সুখের নীলাচল ।
সে দূর হত কাছে ডাকে
কাছে গেলে বুকে টানে
এই তার খেল ।
করে কত ছল
তারে মোর ছেড়ে যেতে
চোখ ছলছল,
জলের তরে জল
ঝরে অবিরল।
জীবন যদি হত এমন
সাগরের বেলাভুমে দীর্ঘ ভ্রমণ,
তার শেষ হবে নাক ,সাগরের মত
একদিকে পাহাড় তার নীল ফুল যত !
সাগরের নীল জলে মিশে যেত
'মোর নোনা জল '
এ জলে কষ্ট নেই ,
হেসে হেসে বলে দিবো
এত মোর প্রাপ্তির ঢল !