আমি শুয়ে আছি ঘাসের উপর
আকাশের তারা গুণি
আমাকে ছুঁয়ে বাতাসের টানাটানি
মাটিতে শুয়ে আকাশটাকে দেখি ।
আমি ভুলে যাই
পৃথিবীর টানাপোড়েন
জগতের হানাহানি ,
আমি যেন হাজার বছর
এই মাটিকেই ধরে আছি
মাটির ঘ্রাণে মাটি দানে
হৃদয় ভরে বাচিঁ ।
আমি মাটিতেই সুখে আছি
কাদা জলে মন গহনে করি মাখামাখি
ঘাসের পরে টুপটুপ জলে
মনে মনে ভেসে গেছি ।
ঘাসের ফুল বুকে নিয়ে
আমি ঘুমিয়ে পড়েছি নিদারুণ সুখে
চুপেচুপে ঘাস-ফড়িং আসে
ঝরা পাতারা ঝরে পড়ে মোর বুকে
মাছ রাঙাটি কী জানি কী ভেবে
বসেছে কাছে , হিজলের ডালে ।
আমি প্রসন্ন মুখে চেয়ে দেখি
ধানের ক্ষেতের হাসি ।
মাটির টানে মাটির কাছে
ফিরে ফিরে আসি
মিশে যাব একদিন এই মাটিতেই
মনেরে তাই বলি ।