কিছুতে বেঁধো না আমায়
আমার যে পাখি মন
তারে কে রাখে খাঁচায় ?
রেখো না বন্দী আমায়
আমার যে নদী-মন
তারে কী ধরে রাখা যায় ?
কিছুতে বেঁধো না আমায়
আমার যে আকাশ-মন
রেখো না আবদ্ধ সীমায় |
সীমাস্থ করো না আমায়
আমার যে হাওয়াই মন
কে তারে শৃঙ্খল পরায় ?
কোনো সীমানা প্রাচীরে
বেঁধো না আমারে,
আমায় যে ডাকে আয়
সে থাকে অচীন অলকায় !
শতরূপ শতরং এই একমনে
সব রূপ ভুলে বাঁচি মৃত্তিকা ধরে |
এ এক আছে মায়া পৃথিবীর পাড়ে
এ মায়া শেকড় বাড়ায় ধীরে, আপনমনে |