বন পথে যেতে যেতে
হঠাৎ দেখি আমি নেই
থমকে দাঁড়াই নিজেকে খঁুজে যাই
অদ্ভুত আলোর উচ্ছ্বাস
নির্বাক পৃথিবী ।
আমি যেন বিমূর্ত পথিক
আলোর খেয়ায় ভেসে চলেছি !
হাওরে জ্যোৎস্নার ঝড়
অকৃপণ সোনার আলো
ভাসে তায় তৃণ-লতা ,খড়
ভেসে যায় লালদীঘি
আদিবাসি ঘর ।
ভেসে যায় দূর পাহাড়
মোর খড়কুটো মন
মেঘেরা স্থির কাতর
ঘাস ফুলের মতন ।
আকাশটা বড় নীল
আকাশ আমাতে বড় মিল ।
তার আছে শত তারা
আমার জোনাক জোনাক মন।
তার।আছে সুখতারা
আমার আছে বুনো ফুল
সে ফুলে ভরে আছে
মোর ছোট্ট নীড় ।
এ এক স্বর্গপুরী
নিজেকে মনে হয়
অচেনা নীল ফুল
আমায় ছুঁতে চায়
উন্মাদ আলো রথী
জোনাকের দল ।।