এতো বৃষ্টি এতো বৃষ্টি
তবু যেন বৃষ্টি কোথাও নাই
টিনের চালে ঘুম পাড়ানো
স্মৃতির জালে ঝিম ধরানো
বৃষ্টি কোথাও নাই !
এতো বাতাস এতো বাতাস
তবু যেন বাতাস কোথাও নাই
ধানের ক্ষেতে , প্রাণের ক্ষেতে
পথের পাশের ঢেউ খেলানো
বাতাস কোথাও নাই !
এতো আলো এতো আলো
তবু যেন আলো কোথাও নাই
ক্ষেতের আলে , সবুজ ঘাসে
স্বপ্ন দেখার মন মাতানো
আলো কোথাও নাই !
এতো যে পথ এত যে পথ
তবু যেন পথের দিশা নাই
মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে
অনন্ত সেই মায়ার পথে
হারিয়ে যাবার পথ কোথাও নাই !
এতো নদী এতো নদী
তবু যেন নদী কোথাও নাই
পথের বাঁকে , চোখের কাছে
জল তরঙ্গে জোছনা হাসে
হাত বাড়িয়ে আকাশ ধরার
নদী কোথায় পাই ?
এতো আকাশ এ্তো আকাশ
তবু যেন আকাশ কোথাও নাই
বাতাস পেতে আকাশ ঘুমায় ,
কোনো প্রাচীর নাই
মনের পাখি মুক্ত যেথায়
গোধূলিতে মন ভেসে যায়
এমন আকাশ নাই !